ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলি হামলার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

শনিবার, ২১ জুন ২০২৫ , ১২:৫৫ এএম


loading/img
প্রতীকী ছবি

ইসরায়েলের চলমান হামলার মধ্যেই ইরানে আঘাত হেনেছে ভূমিকম্প। জানা যায়, ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন প্রদেশ। 

বিজ্ঞাপন

স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) রাত ১টা ৩৩ মিনিটে ভূমিকম্প অনুভব করেন দেশটির মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কোম শহরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে, সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে।

বিজ্ঞাপন

তবে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২।

এ দিকে রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্পন টের পেয়েছেন। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে।

যদিও পরবর্তীতে জানা যায়, কোম শহরে ভূমিকম্প আঘাত হেনেছে। যেটির প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে।

বিজ্ঞাপন

ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ইরান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল এবং অতীতে দেশটিতে বড় ধরনের প্রাণঘাতী ভূকম্পন ঘটেছে। তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |