ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়ে ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন মন্তব্য করেছে চীন। শুক্রবার (২০ জুন) দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি ফু কং বলেন, এই ধরনের হামলার পরিণতি হতে পারে ভয়াবহ ও বিপর্যয়কর।
তিনি আরও বলেন, পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগেই ইসরায়েলকে অবিলম্বে অস্ত্রবিরতির ঘোষণা দিতে হবে। একইসঙ্গে ইরানের পারমাণবিক ইস্যুতে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানে ফেরার আহ্বান জানান চীনা দূত।
এদিকে, শনিবার (২১ জুন) ভোরে ইরানের আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এ হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন, যাদের একজন মাত্র ১৬ বছর বয়সী এক কিশোর। আহত হয়েছেন আরও চারজন।
হামলায় আসল লক্ষ্য কে ছিলেন, তা এখনো স্পষ্ট নয়। তবে ইরান জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনসহ বেশ কয়েকটি দেশ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ জানাচ্ছে। চীনের মতে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন হামলা বন্ধ না হলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে।
সূত্র : আনাদোলু
আরটিভি/এসকে