ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ১০:৩৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে গ্রেপ্তার করা হয়েছে ৫৪ জনকে। চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশ থেকে তাদের আটক করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা শত্রুর পক্ষ হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ছড়ানো ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিনষ্টে সক্রিয় ছিল। 

খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধৃতদের মোসাদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এই অভিযানের মাধ্যমে ইরান নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সাইবার ও গোয়েন্দা যুদ্ধেও একধাপ এগিয়ে গেল বলে বিশ্লেষকদের মত।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৩ জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে একাধিক হামলা-পাল্টা হামলায় দুই দেশের বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। ইসরায়েলের তথ্যমতে, ইরানের হামলায় তাদের ২৫ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, ইরান বলছে, ইসরায়েলের হামলায় তাদের ৬৩৯ জন নাগরিক নিহত ও ১৩০০ জনের বেশি আহত হয়েছেন।

আরও পড়ুন

গোটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এই গুপ্তচর আটককাণ্ড। যা ইসরায়েল-ইরান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।


আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |