মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সুপ্ত আকাঙ্ক্ষা নতুন নয়। প্রায়ই এ নিয়ে বিভিন্ন মন্তব্য করতে যায় তাকে। মাত্রই দিন তিনেক আগে তিনি বলেছিলেন, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় যেভাবে কাজ করছেন, সেজন্য অন্তত চার-পাঁচটি নোবেল পুরস্কার প্রাপ্য তার। পরবর্তী নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশের সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তানও।
এমন পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়ার এই আকাঙ্ক্ষা নিয়ে ব্যঙ্গ করেছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক হনসল মেহতা। তার মতে, ট্রাম্পকে নোবেল দেওয়া হোক, তবে তার কাজের জন্য নয় বরং তার মুখ বন্ধ করার জন্য।
হনসল মেহতার এই ব্যঙ্গাত্মক মন্তব্য প্রকাশ্যে আসতেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা।
ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে কঙ্গো ও রুয়ান্ডার ঝামেলা সমাধান করার পাশাপাশি সার্বিয়া-কসোভোর সমস্যা সমাধান হয়েছে তার বদৌলতে। এমনকি ভারত ও পাকিস্তানের মধ্যে বড় যুদ্ধ থামানোর জন্যও তার নোবেল পাওয়া উচিত ছিল। তার ভাষ্য অনুযায়ী, ‘আমার মনে হয় আমার ৪-৫ বার নোবেল পাওয়া উচিত ছিল কিন্তু ওরা আমাকে নোবেলটা দেবে না। ওটা ওরা শুধু উদারপন্থীদের দেয়।’
ট্রাম্পের এমন মন্তব্যের পরই তাকে তীব্রভাবে আক্রমণ করেছেন হনসল মেহতা। ভারতীয় এ চলচ্চিত্র পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যদি নোবেল দিয়ে দিলে ট্রাম্প চুপ করে যান, তবে এটা অবশ্যই তাকে দেওয়া হোক। অনর্গল বকতে থাকা মানুষটিকে থামানোর ক্ষেত্রে সেটা খুবই সামান্য বিনিয়োগ হবে।’
আরটিভি/এসএইচএম/এআর