ঢাকাশনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

ইরানে হামলা নিয়ে জরুরি বৈঠকে বসছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৭:১৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাঙ্কার-বিধ্বংসী বোমা হামলার প্রতিক্রিয়ায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

বিজ্ঞাপন

এদিকে রোববার (২২ জুন) ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। একইসাথে ‘ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন’ বলে অভিহিত করেছে দেশটি।

এ হামলার পর শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সাথে ফোনে কথা বলেন এবং পাকিস্তানের সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এর আগে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ২১ জুন দিনগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে, পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, কোনোপ্রকার উস্কানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীসহ পাঁচ শতাধিক বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে  হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/একে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |