ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ইরাকের মার্কিন ঘাঁটিতেও ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১১:২৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

এবার ইরাকের মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় এই হামলা হয়। ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

বিজ্ঞাপন

তাসনিম জানাচ্ছে, ‘বিশারাত ফাতেহ’ এবং ‘ইয়া আবা আবদুল্লাহ’ নামে এসব হামলা চালানো হয়েছে।

এসব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানাচ্ছে, এই প্রথমবার এই ক্ষেপণাস্ত্র কোনও হামলায় ব্যবহার করা হলো। সেই সাথে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।

একই সময় কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ জানায়, কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। খবরে বলা হয়, এই ঘাঁটি লাখ করে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

এ ছাড়া এক্সিওস নিউজ এজেন্সির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অ্যারাবিক নিউজও মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবরটি প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |