ইরানে হামলায় পর ইসরায়েলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ইতোমধ্যে দখলদারদের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মঙ্গলবার (২৪ জুন) বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরা এ তথ্য জানায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলে সাইরেন বাজছে। ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।
এ ছাড়া ইসলায়েলি জনসাধারণকে একটি সুরক্ষিত স্থানে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশও দেওয়া হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্য ও দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠছে।
উল্লেখ্য, কোনোপ্রকার উসকানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা। এতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও আন্তত দশজন পরমাণু বিজ্ঞানীসহ ৫০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।
পাল্টা প্রতিশোধ হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের শতশত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
দুই দেশের মধ্যে চলমান সংঘাতের মধ্যে গত ২১ জুন রাতে হঠাৎ ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা করে বসে যুক্তরাষ্ট্র। জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান।
আরটিভি/আরএ