ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ষষ্ঠ সতর্কতা জারি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১০:৫৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ইরান থেকে আরেকটি ক্ষেপণাস্ত্রের ঢেউ শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ কারণে তাদের দেশের জনগণকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে এবং দেশটিতে ষষ্ঠ বারের মতো সতর্কতা জারি করল ইসরায়েল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরার আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের ঢেউয়ের মধ্যে ইসরায়েল তাদের দেশের জনগণকে বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার (২৪ জুন) সিএনএন এ তথ্য জানায়।

নিহতদের মধ্যে প্রায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী এক মহিলা এবং প্রায় ২০ বছর বয়সী একজন পুরুষ রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

বিষয়টি নিশ্চিত করে জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) একজন মুখপাত্র জানান, হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত আরও ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ঘটনাস্থলের বর্ণনা দিয়ে এমডিএ জানায়, যে এলাকায় হামলা হয়েছে সেখানে কালো ধোঁয়া উড়ছে। একাধিক ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। একটি ভবনের বাইরে একজন এবং ভেতনে দুইজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |