ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১১:৩৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা করার পর ক্রমাগত কমছে তেলের দাম।  

বিজ্ঞাপন

সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তেলের দাম আরও কমে যায়। এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা করার পর মঙ্গলবার বিশ্বব্যাপী শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা দেয় এবং ডলারের দরপতন অব্যাহত থাকে। এর ফলে সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তেলের দাম আরও কমে যায়।

তেলের দাম ৩ শতাংশের এরও বেশি কমেছে, সোমবার (২২ জুন) ইরান যখন একটি মার্কিন ঘাঁটির বিরুদ্ধে প্রতিশোধ নেয় , তখন ৯ শতাংশ কমে গিয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেল ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ কমে ৬৮.৭৯ ডলারে দাঁড়িয়েছে, যা দিনের শুরুতে ৪ শতাংশেরও বেশি কমে ১১ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল।

বিজ্ঞাপন

ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৫.৪৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৯ জুনের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) রাতে নিজ মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি ঘোষণা দেন ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

আরটিভি/ এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |