ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ধর্ষণের মিথ্যা অভিযোগে অরুণাচল মুখ্যমন্ত্রীর মানহানির মামলা

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ , ০৪:৪৫ পিএম


loading/img

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন, তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘মিথ্যা’। বৃহস্পতিবার তিনি বলেন, রাজ্যে তার রাজনৈতিক ক্যারিয়ারকে ‘ভূলুণ্ঠিত’ করার জন্যই এমন ‘নোংরা কৌশল’ নেয়া হয়েছে। খবর স্ক্রল ইন ও দ্য হিন্দুর।

বিজ্ঞাপন

গেলো ১৫ ফেব্রুয়ারি একজন নারী অভিযোগ করেন মুখ্যমন্ত্রী খান্ডু ও আরও দুইজন ২০০৮ সালে তাকে ধর্ষণ করেছে। ওই মর্মে তিনি রাজ্যের জাতীয় নারী কমিশনে অভিযোগ দায়ের করেন। ওইদিনই অরুণাচলের রাজধানী ইটানগর পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুখ্যমন্ত্রী খান্ডু এক বিবৃতিতে বলেন, আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের কারণে আমি হতম্বম্ভ ও দুঃখ পেয়েছি। আমি সবসময় সম্মান ও বিশুদ্ধতার সঙ্গে কাজ করেছি। আমি মনে করি এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিরোধীদের কারসাজি।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রত্যেক সচেতন ব্যক্তি এ ধরনের ‘নিচু কাজ’ ও ‘নোংরা’ রাজনীতি প্রত্যাখ্যান ও নিন্দা জানানো উচিত।

তবে কমিশন ২০ ফেব্রুয়ারি ওই নারীর অভিযোগ খারিজ করে দিয়েছে। এরপরই ওই নারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মুখ্যমন্ত্রী খান্ডু।

এর আগেও ২০১৫ সালের ডিসেম্বরে পেমা খান্ডু মুখ্যমন্ত্রী হওয়ার আগে ওই নারী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তবে ২০১৬ সালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই অভিযোগের কোনো ভিত্তি না থাকায় সেটি খারিজ করে দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

বিজ্ঞাপন

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |