ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সিরিয়ায় হামলার বিষয়ে ওয়াশিংটনে জরুরি বৈঠক

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮ , ০৮:৩৫ পিএম


loading/img

সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা না অন্যকোন পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে মার্কিন নিরাপত্তা বাহিনীর প্রধানরা ওয়াশিংটনে জরুরি বৈঠকে বসেছেন।

বিজ্ঞাপন

তবে বৃহস্পতিবার এই বৈঠকের আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন,  সিরিয়ায় উত্তেজনা বৃদ্ধি পায় এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টা বিপন্ন হয়, এমন কোন পদক্ষেপ না নিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া সরকার।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিপদজনক বন্য হাতির সঙ্গে সেলফিতে ব্যস্ত পর্যটকরা
--------------------------------------------------------

বিজ্ঞাপন

সিরিয়ায় যে  রাসায়নিক অস্ত্র হামলার  অভিযোগ উঠেছে তার কী জবাব দেয়া হবে, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে  সে ব্যাপারে সুপারিশ করবেন নিরাপত্তা প্রধানরা।

হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প দুমার ওই ঘটনার জন্য সিরিয়ার মিত্র রাশিয়া ও ইরানকে দায়ী করেছেন এবং বলেন এর জবাব দেয়ার জন্য সব বিকল্পই বিবেচনা করা হবে।

রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়ে ওয়াশিংটন থেকে যে বিবৃতিগুলো আসছে রাশিয়া তার ওপর নজর রাখছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা এখনো মনে করি যে সিরিয়ায় উত্তেজনা বৃদ্ধি পায় এমন কোন পদক্ষেপ এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

পেসকভ বলেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের ফোনে কথা বলার  কোন এজেন্ডা নেই।

এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই প্রথম রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, সিরিয়ায় আক্রমণের যে হুমকি দেয়া হচ্ছে তা 'মিথ্যার ওপর' ভিত্তি করে বলা হচ্ছে।

আরও পড়ুন : 

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |