ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

থাই গুহা থেকে আরও চার কিশোর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ০৯ জুলাই ২০১৮ , ০৮:০৮ পিএম


loading/img
রোববার প্রথম দিনের অভিযানে এই চার কিশোর উদ্ধার হয়

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে গুহায় আটকে পড়া ফুটবল টিমের আরও চার সদস্যকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। দ্বিতীয় দিনের এই জটিল অভিযানে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকাজে নেতৃত্ব দেয়া থাই নেভি সিল গুহার ভেতর থেকে আট কিশোরকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

এর ফলে গুহার ভেতর এখনও চার কিশোর ও তাদের কোচ রয়েছেন। গেলো ২৩ জুন ওই গুহার ভেতর ঢোকার পর ভারী বর্ষণের কারণে সেটির ভেতর আটকে পড়ে যায় ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ।

এর আগে রোববার চার কিশোরকে নিরাপদে বের করে আনা হয়। কিন্তু এয়ার ট্যাংক প্রতিস্থাপনের জন্য রাতভর ওই অভিযান স্থগিত রাখা হয়। এদিকে সোমবার চারজনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করার আগে গুহা এলাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সকে চিয়াং রাইয়ের একটি হাসপাতালে উড়ে যেতে দেখা গেছে।

বিজ্ঞাপন

তবে পানি বাড়তে পারে এই ভয়ে উদ্ধারকারীরা সোমবার আবারও উদ্ধারকাজ শুরু করেন। জটিল এই গুহার ভেতর দিয়ে বেশ সতর্কভাবে ওই কিশোরদের বের করে আনা হয়েছে।

উদ্ধার অভিযানের প্রধান নারোংসাক ওসোট্টানাকর্ন বলেছেন, স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় এই অভিযান শুরু করা হয়েছে এবং রাত ৯টায় এই অভিযান আজকের দিনের মতো স্থগিত করা হবে। রোববারের চেয়ে বেশি উদ্ধারকর্মী আজকের অভিযানে অংশ নিয়েছেন।

উদ্ধার অভিযানের প্রধান বলেছেন, আরও কয়েকজন ভেতরে আটকে থাকায় তাদের পরিবারের সম্মানে উদ্ধার হওয়া কিশোরদের নাম প্রকাশ করা হয়নি। উদ্ধার হওয়া কিশোরদের এখনও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়নি।

বিজ্ঞাপন

ওসোট্টানাকর্ন বলেন, কোনও সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকে সম্পূর্ণ মুক্ত না হওয়া পর্যন্ত পরিবারের সঙ্গে ওই কিশোরদের সাক্ষাৎ এড়িয়ে যাওয়া হবে। তবে কাচের বাইরে থেকে কিশোরদের দেখতে পারবে স্বজনরা।

বিজ্ঞাপন

তিনি বলছেন, আবহাওয়ার অবস্থা গতকালের মতোই ভালো আছে। তবে গত কয়েকদিনের বৃষ্টিপাতে পানির স্তর বেড়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

দেশ-বিদেশের ৯০ জন দক্ষ ডাইভার এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। এদের মধ্যে ৪০ জন থাইল্যান্ডের আর ৫০ জন বিদেশের ডাইভার রয়েছেন।

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |