আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে জু’মার নামাজের সময় হামলার ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, একজন আত্মঘাতী হামলাকারী প্রথমে বোমার বিস্ফোরণ ঘটান এরপর একজন বন্দুকধারী হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, পাকিতা প্রদেশের গারদেজ শহরে খাজা হাসান মসজিদে জু’মার নামাজের সময় একজন ব্যক্তি বোমার বিস্ফোরণ ঘটান। এরপর দ্বিতীয় আরেক হামলাকারী গুলি ছোড়ে।
তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশ বলছে, কমপক্ষে দুইজন ওই হামলায় অংশ নেয়। তারা জানাচ্ছে, মসজিদটিতে প্রায় ৬০ জন নামাজ পড়ছিলেন।
ঘটনাস্থলে থাকা সরকারের একজন সিনিয়র কর্মকর্তা আব্দুল্লাহ হজরত বলেছেন, জরুরি সার্ভিসের কর্মীরা মসজিদের ভেতর থেকে ২৫ জনের মৃতদেহ বের করেছেন। এসময় আরও ৪০ জনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের শহরাঞ্চলে সন্ত্রাসী হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে ইসলামিক স্টেট (আইএস) ও তাদের সহযোগী গ্রুপগুলোই মূলত শিয়া মুসলিমদের টার্গেট করছে।
জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানে চলতি বছরের প্রথমার্ধে এক হাজার ৬৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন হাজার ৪৩০ জন। যা ২০০৯ সালের পর সর্বোচ্চ।
এ/পি