ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

হাইতিতে ৫.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ০৭ অক্টোবর ২০১৮ , ১১:২৪ এএম


loading/img

হাইতিতে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত হয়েছেন। শনিবার আঘাত করা ওই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানুষজন হতাহতের খবর জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর দ্য হিন্দু, ইউএসএটুডের।

বিজ্ঞাপন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৮টা ১১ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। তারা জানাচ্ছে, এটির কেন্দ্র ছিল হাইতির উত্তরাঞ্চলীয় উপকূল পোর্ট-দে-পেইক্সের ১২ মাইল উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৭ দশমিক ৩ মাইল।

কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। হাইতির উত্তর-পশ্চিম অঞ্চলের পুলিশ প্রধান জ্যাকসন হিলাইরে বলেছেন, পোর্ট-দে-পেইক্সে কমপক্ষে সাতজন নিহত এবং আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গ্রস-মোর্নে শহরের মেয়র জ্য রেনেল টাইড জানিয়েছেন, শহরের ভেতর ও আশপাশের এলাকায় এক ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে দেশটির বেসামরিক সুরক্ষা এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ওই ভূমিকম্পের পর বেশ কয়েক জন আহত হয়েছেন। এছাড়া পোর্ট-দে-পেইক্স, গ্রস-মোর্নে, চানসোলমে ও টার্টল আইল্যান্ডে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হওয়া ভবনগুলোর মধ্যে প্লেইসেন্সে অবস্থিত সেন্ট-মাইকেলের চার্চও রয়েছে।

সংস্থাটি তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, আহত ব্যক্তিদের অধিকাংশেরই আঘাত সামান্য। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শক্তিশালী এই ভূমিকম্প হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স ছাড়া প্রতিবেশী দেশ ডোমিনিকান রিপাবলিকেও অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অপেক্ষাকৃত অনগ্রর হাইতির অধিকাংশ মানুষ ভূমিকম্পে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে বসবাস করে থাকেন। এর আগে ২০১০ সালে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প রাজধানী পোর্ট-অ-প্রিন্স ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওইসময় হাইতিতে তিন লাখ মানুষের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন :

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |