ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

স্যামির ব্যাটিং নৈপুণ্যে রাজশাহী কিংসের জয়

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ২৬ নভেম্বর ২০১৬ , ১০:৫৫ পিএম


loading/img

ড্যারেন স্যামির দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে মাহমুদউল্লাহ’র খুলনা টাইটানসকে ৯ রানে হারিয়েছে রাজশাহী কিংস।

বিজ্ঞাপন

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান করে রাজশাহী কিংস। অপরাজিত ৭১ রান করেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।

১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫ রানের মধ্যেই হাসানুজ্জামান আর শুভাগত হোমের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে খুলনা টাইটানস। রিকি ওয়েসেলস ৩৬ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ রান করেন। ২৮ রান করেন নিকোলাস পুরান। আরিফুল হক ২৫ রানে থাকেন অপরাজিত। কেভন কুপার করেন ১৪ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে খুলনা টাইটানস।

বিজ্ঞাপন

রাজশাহীর হয়ে ১টি করে উইকেট নেন নাজমুল ইসলাম, মোহাম্মদ সামি, আবুল হাসান, ড্যারেন স্যামি এবং মেহেদী হাসান মিরাজ।

তবে খুলনার এই পরাজয় আর রাজশাহীর  জয়ে পয়েন্ট টেবিলে কোন ওলট-পালট ঘটেনি। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে খুলনা। আর এই জয়ের ফলে ৮ পয়েন্ট অর্জিত হলেও রান রেটে পিছিয়ে থেকে পাঁচ নম্বরেই রয়েছে রাজশাহী কিংস।

 

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |