ঢাকা

মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের তেল বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ , ১১:৪৫ পিএম


loading/img

মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে নতুন করে বেসরকারি কোম্পানিগুলোর কাছে ৩০ লাখ ব্যারেল তেল বিক্রি করার পরিকল্পনা নিয়েছে ইরান। পার্সটুডে জানায়, সম্প্রতি দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

গত নভেম্বরে তেল বিক্রিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। অবশ্য এই নিষেধাজ্ঞা মানেনি ইরান। এবার নিয়ে বেসরকারি উপায়ে কয়েক দফা তেল বিক্রির উদ্যোগ নিলো তারা।

বুধবার ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ জানান, এসব তেল ব্যক্তিগত খাতের আমদানিকারকরা  কিনতে পারবেন এবং ইরানি মুদ্রা রিয়ালে দাম পরিশোধ করতে হবে। তবে যেসব ক্রেতা বৈদেশিক মুদ্রায় মূল্য পরিশোধ করতে চান তাদের জন্য সে সুযোগও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

গত অক্টোবর মাসে প্রথম ইরান শেয়ারবাজারের মাধ্যমে তেল বিক্রি শুরু করে। ওই সময় জ্বালানি শেয়ারবাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৭৪.৮৫ ডলার ঠিক করা হয়েছিল। মার্কিন নিষেধাজ্ঞাকে এড়ানোর জন্য ইরান এ ব্যবস্থা নেয়।

নভেম্বর মাসে নিষেধাজ্ঞা আরোপের পর ইরান দ্বিতীয় দফা শেয়ারবাজারের মাধ্যমে তেল বিক্রি করে। ওই সময় মোট তেল বিক্রি হয়েছিল সাত লাখ ব্যারেল।

ডি/ জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |