ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

আত্মসমর্পণের নির্দেশ পৌঁছে ঢাকায়

নুসরাত জাহান সিনথী

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬ , ০৯:০৬ এএম


loading/img

১৫ ডিসেম্বর সারাদেশে বিজয়ের আগাম বার্তা ছড়িয়ে পড়তে থাকে। আত্মসমর্পণের চূড়ান্ত প্রস্তুতি নিতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী। এই রাতে পশ্চিম পাকিস্তানের সদর দপ্তর থেকেও ঢাকায় আত্মসমর্পণের নির্দেশ পৌঁছে যায় পাকিস্তান বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির কাছে। এদিন যুদ্ধে অংশ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে যায় মার্কিন সপ্তম  নৌবহর।

বিজ্ঞাপন

এদিন বঙ্গোপসাগরে থাকা মার্কিন ৭ম নৌবহরকে মোকাবেলা করতে সোভিয়েত রণতরীর ২০টি জাহাজ ভারত মহাসাগরে অবস্থান নেয়। মুক্তিপাগল মুক্তিযোদ্ধাদের সাহস দৃঢ়তায় ভীত হয়ে নিজেদের গুটিয়ে ফেলে মার্কিন ৭ম নৌবহর।

একাত্তরের এদিনেও সব বাধা-বিপত্তি তুচ্ছ করে বীরদর্পে লড়াই করে বাংলার সাহসী মুক্তিসেনারা। দখলদার বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানায় যৌথবাহিনী।

বিজ্ঞাপন

পরাজয়ের পদধ্বনি শুনতে পেয়ে দিশেহারা নিয়াজি। পালাবার পথ না পেয়ে আবেদন জানান যুদ্ধবিরতির। তবে তাকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়, আত্মসমর্পণই একমাত্র পথ।   

প্রাণ বাঁচাতে পাকিস্তানি সেনা, দালালসহ পাকিস্তান সরকারের মন্ত্রীরা আশ্রয় নেন ইন্টার কন্টিনেন্টাল হোটেলে।  

অন্যদিকে, বাঙালি জাতির আর বুঝতে বাকি থাকে না, যে কোন মুহূর্তেই বেজে উঠবে বিজয়ের সুর। চরম পরিণতির কথা ভেবে বিভিন্ন শহর ছেড়ে পালাতে শুরু করে পাকিস্তানি বাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |