আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের পুল-ই-খুর্মি শহরে অবস্থিত পুলিশের সদরদপ্তরে তালেবানের আট বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার দুপুর ১২ টার দিকে চালানো এই হামলায় ২০ জন বেসামরিক নাগরিকসহ ৫৫ জন পুলিশ সদস্য আহত হন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম টোলোনিউজ।
গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পুলিশ সদরদপ্তরের বাইরে একটি কারবোমা বিস্ফোরণের মাধ্যমে এই হামলা শুরু হয়। এর ছয় ঘণ্টা আগে হামলাকারীদের সঙ্গে দেশটির সৈন্যদের বন্দুকযুদ্ধ হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাকারীরা সুইসাইড ভেস্ট পরে এই হামলা চালান এবং তারা পুলিশের স্পেশাল ইউনিটের হাতে নিহত হন। হামলার দায় স্বীকার করেছে তালেবান।
দেশটিতে চলমান যুদ্ধ বন্ধে রাজনৈতিক উপায় খুঁজতে যখন দোহাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী এবং তালেবানের কর্মকর্তারা আলোচনা করছে, ঠিক তখনই এই হামলার ঘটনা সামনে এলো।
কে/এমকে