ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এবার ক্রিকইনফোর স্কোয়াডে কাটার মাস্টার

আরটিভি অনলাইন, স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০১৬ , ০৩:০৬ পিএম


loading/img

ইএসপিএন-ক্রিকইনফোর ২০১৬ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা হওয়ার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট ডট কম ডট এইউ ও টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নেন এই কাটার মাস্টার।   

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে বর্ষসেরা এ টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করে ক্রিকইনফো।    

বিজ্ঞাপন

কয়েকদিন আগেই আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হওয়া এ ক্রিকেটার এ বছর ৮ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপেও মুস্তাফিজের পারফরম্যান্স ছিল নজরকাড়া। মাত্র ৩ ম্যাচেই নিয়েছিলেন ৯ উইকেট।

ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ অফ্রিকা), জস বাটলার (ইংল্যান্ড), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), শহীদ আফ্রিদি (পাকিস্তান), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।

বিজ্ঞাপন

ওয়াই / এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |