ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বিদেশি পর্যটকদের জন্য ভিসা ফি বাড়ালো নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ জুলাই ২০১৯ , ১০:১৪ পিএম


loading/img
ছবি: খালিজ টাইমস থেকে নেয়া

বিদেশি পর্যটকদের জন্য ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে নেপাল সরকার। দেশটির অভিবাসন বিভাগ (ডিওআই)-র বরাত দিয়ে শুক্রবার নেপালের গণমাধ্যম হিমালয়ান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ডিওআই জানিয়েছে, আগামী ১৭ জুলাই থেকে এই বর্ধিত ফি কার্যকর হবে। এর আগে মে মাসে নেপাল সরকার জানায়, গত এক দশকে ভিসা ফি বাড়ানো হয়নি; তাই এখন তা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে নেপালের অভিবাসন বিভাগের কর্মকর্তারা বলছেন, এই বর্ধিত ফি খুবই সামান্য। এমনকি বর্ধিত এই ফি ‘ভিজিট নেপাল ইয়ার ২০২০’ শেষ হয়ে গেলে পুনরায় পর্যালোচনা করে দেখা হবে বলেও জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে নেপালের অভিবাসন বিভাগের পরিচালক এশর রাজ পোডেল বলেন, ভিসার ফি বৃদ্ধি অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। তবে আগামী বছরের বিশেষ পর্যটন বর্ষকে মাথায় রেখে ফি খুব বেশি বাড়ানো হয়নি। কিন্তু ২০২০ সালের পর আবার এই ভিসা ফি নিয়ে পর্যালোচনা করা হবে।

সরকারি এই সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা ফি ৫ থেকে ৩৫ ডলার পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ভিসার মেয়াদকালীন সময়ে একাধিকবার ভ্রমণের সুযোগ এখনও জারি রেখেছে অভিবাসন বিভাগ। ১৫ দিনের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ফি ৫ থেকে ৩০ ডলার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আর ৩০ দিনের ভিসার ক্ষেত্রে ফি ৪০ ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ ডলার।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ভিসা ফি বৃদ্ধির জন্য দিনপ্রতি ফি ২ ডলার থেকে বাড়িয়ে ৩ ডলার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |