ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

কারো চাকরি খাওয়ার ইচ্ছে নেই

‍ আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০১৭ , ০৬:৩১ পিএম


loading/img

যদি কারো সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা থাকে, সেটা মেনে নেয়া হবে না। কারণ, আমরা চাই প্রফেশনালদের ব্যাংক। ইসলামী ব্যাংক থেকে কারো চাকরি খাওয়ার ইচ্ছে নেই। সবাইকেই এ কথা বলেছি। জানালেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আরাস্তু খান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে দু’দিনব্যাপী ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

গ্রাহকদের আমানত নিরাপদ থাকবে উল্লেখ করে আরাস্তু খান বলেন, ব্যাংকটির কার্যক্রম আগের মতোই শরীয়াভিত্তিক পরিচালিত হবে। এতে কোনো বিচ্যুতি হবে না।

বিজ্ঞাপন

এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম বলেন, এখানে সবার চাকরির নিরাপত্তা রয়েছে। তবে ইসলামী ব্যাংক ইসলাম বেচাকেনার জায়গা না, এখানে রাজনৈতিক মনোভাব চলবে না। 

সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদের ঊর্ধ্বতনরা ছাড়াও সারাদেশ থেকে আসা ৩১৮ জন শাখা ম্যানেজার অংশ নেন।

এসজে/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |