তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার সকালে ১৪০ মিটার দীর্ঘ একটি ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় ওই ব্রিজের ওপর থাকা একটি তেলের ট্যাংকার নিচে অপেক্ষমাণ মাছ ধরা নৌকার ওপর ভেঙে পড়লে ওই দুজন মারা যায়।
ব্রিজ ভেঙে পড়ার একটি ভিডিও অনলাইনে পোস্ট করেছেন তাইওয়ানে আইনপ্রণেতা ওয়াং তিং-ইউ। সেখানে দেখা যাচ্ছে, ইলান কাউন্টির নানফাংগাও হার্বারে ওই ব্রিজটি পানির ওপর ভেঙে পড়ে।
তাইওয়ানের রাষ্ট্রীয় মালিকানাধীন সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ) জানিয়েছে, ব্রিজে থাকা ট্রাকটি বেশ কয়েকটি মাছ ধরা নৌকার ওপর পড়ে গেলে আগুন ধরে যায়।
ইলান কাউন্টি ফায়ার ব্যুরো বলছে, এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তারা জানায়, সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। তবে স্থানীয় সময় রাত ৮টার দিকে দুজনের মৃতদেহ পাওয়া যায় বলে জানিয়েছে সিএনএ।
এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের বরাত দিয়ে সিএনএ জানিয়েছে, আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে। তবে কী কারণে ওই ব্রিজটি ভেঙে পড়েছে সেটি তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
এ/এসএস