জাতির উদ্দেশে দেয়া ভাষণে ভুল তথ্য দিয়ে প্রধানমন্ত্রী জাতিকে বিভ্রান্ত করেছেন। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন, তাতে জাতির জন্য কোনো রূপরেখা ছিল না। দেশে চলমান সঙ্কট নিরসনে তার ভাষণে কোনো নির্দেশনা ছিল না।
বিএনপি মহাসচিব বলেন, ২০১৯ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিতে চায়। তবে তার আগে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হতে পারে। সেজন্য চাই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ, যোগ্য ও সাহসী কমিশন।
তিনি বলেন, নির্বাচনকালীন সব সমস্যা নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সহায়ক সরকার গঠন করতে হবে। নিরপেক্ষ ইসির অধীনে সব দলের অংশগ্রহণে পরিবেশ তৈরি করতে হবে। এজন্য লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো বিকল্প নেই। বিরোধী দল নির্মূল করার যে প্রক্রিয়া চলছে তাও বন্ধ করতে হবে।
এইচটি/এসজেড