ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

৮৬তম প্রাইজবন্ডের ড্র

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭ , ০৫:০১ পিএম


loading/img

১০০ টাকা মূল্যের প্রাইজবন্ডের ৮৬তম ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রাইজবন্ডের ৬ লাখ টাকার প্রথম পুরস্কারপ্রাপ্ত নম্বর ০৬১৭৩৯৪। ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০১২৬৭৩৬। ১ লাখ টাকা করে ২টি তৃতীয় পুরস্কারের নম্বর ০০৬০৮৬১ ও ০৪৪৪৫৬২। প্রতিটি ৫০ হাজার টাকা করে ২টি চতুর্থ পুরস্কারের নম্বর ০০১৯৪৫৬ ও ০০৫৭৬৪৮।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক সুত্রে এ তথ্য জানা যায়।

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল-আমিনের সভাপতিত্বে মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রতিটি ১০ হাজার টাকা করে ৪০টি পঞ্চম পুরস্কারের নম্বর: ০০০০৩১৭, ০১০৯১৪৪, ০২৫৯৫২৭, ০৪৭১০৫৫,০৬৫৯২৯১, ০০৪০২১০, ০১১০৯৮৩,০২৭৭৮৩২, ০৪৮৬৩৩৬, ০৭০২২০৪, ০০৪৫৮৫৮, ০১১৮৪১৩,০২৯৩৯৮৯, ০৫২০৪২৬, ০৭২৬৫৩৭, ০০৪৬৩৯২, ০১২২৬৪৭, ০৩৩৩০৮৮, ০৫৪০২১২, ০৭৬৩৩৩৯, ০০৭৫৬১০, ০১৪৯১২৮, ০৩৩৭৪২২, ০৫৬৩২৭৮, ০৭৭৩৯৭৯, ০০৮৬১১৭, ০১৫৯২৩৫, ০৩৪২০৮০, ০৫৮৮১১২, ০৭৮৬০৩২ , ০০৯৯০৪৫০, ০১৮৭০৮১, ০৩৬৪৩৪২, ০৬৩৬৫২৫, ০৮৮০০৩০, ০০৯৫৩৪২, ০২০১৫২৩, ০৪০৪০৩২,০৬৫৪০৬৮, ০৯৬৪৮৫৫।

একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতি সিরিজের জন্য একই নম্বর) এ ড্র পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৪৫টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ,খন, খপ, খফ—এই ড্রর আওতাভুক্ত।

উপরিউক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

এমসি/ডিএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |