শিক্ষানবিশ হোটেলকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে সৌদি কূটনীতিককে চারবার বেত্রাঘাতের আদেশ দিয়েছেন সিঙ্গাপুরের আদালত। সে সঙ্গে ২৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে ঐ কূটনীতিককে। শুক্রবার এ আদেশ দেন সিঙ্গাপুরের আদালত। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
অভিযুক্ত কূটনীতিকের নাম ইয়াহিয়া এ আলজাহারনি। গেলো বছর সিঙ্গাপুরে ছুটি কাটানোর সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়। ৩৯ বছরের আলজাহারনি চীনের বেইজিংয়ে সৌদি দূতাবাসে কর্মরত আছেন। তিনি এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।
সিঙ্গাপুরে এবং সৌদি আরবে পুরুষ অপরাধীদের বেত্রাঘাতের বিধান রয়েছে। যৌন নিপীড়ন, মাদক সংক্রান্ত অপরাধ, দাঙ্গা ও ভাংচুর এবং অবৈধ অভিবাসীদের এ শাস্তি দেয়া হয়।
এফএস/এমকে