ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ট্রাম্পকে ভোট দেয়ায় স্বামীকে ডিভোর্স

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৭ , ১২:৪৫ পিএম


loading/img

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেয়ার কারণে ২২ বছরের সংসার ভাঙলেন একজন মার্কিন নারী। রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানান ৭৩ বছরের গেইল ম্যাককরমিক নামের ঐ নারী।

বিজ্ঞাপন

তিনি ক্যালিফোর্নিয়ার একজন অবসরপ্রাপ্ত কারারক্ষী। ম্যাককরমিক জানান, গেলো বছর বন্ধুদের সঙ্গে আড্ডায় তার স্বামী ট্রাম্পকে ভোট দেয়ার পরিকল্পনা জানান। ট্রাম্পের প্রতি স্বামীর এ সমর্থন তার কাছে ‘বিশ্বাসঘাতকতা’ বলে মনে হয়েছিলো।

তিনি বলেন, সে ট্রাম্পকে ভোট দেবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। নিজেকে বোকা বানিয়ে ফেললাম বলে মনে হচ্ছিলো। এতো বছর এক ছাদের নিচে থেকেও এটা বুঝতে পারিনি। বিয়ের পরে এমন অনেক কিছুই মেনে নিয়েছি যা আগে মেনে নিতাম না।

বিজ্ঞাপন

কিন্তু এটা আর মানতে পারলাম না। আর তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিলাম। আমার দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ তৈরির প্রয়োজন বলে মনে করি আমি।

এফএস/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |