ঢাকা

পাকিস্তানেও পালিত হয় একুশে ফেব্রুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭ , ০৮:৫১ এএম


loading/img

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে যে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষ, সেই পাকিস্তানেও পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু কেন ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তা জানেন না পাকিস্তানের অধিকাংশ মানুষ। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের স্বচ্ছ ধারণা নেই এ দিবসটি সম্পর্কে। 

বিজ্ঞাপন

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী সারা পৃথিবীতে ২১শে ফেব্রুয়ারিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। সে অনুসারে কাগজে কলমে ভালোভাবেই ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয় পাকিস্তানেও।

করাচি, ইসলামাবাদ ও লাহোরের মতো শহরে বেশ ঘটা করেই পালন করা হয় দিবসটি। সভা-সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। কোনো কোনো শহরে প্রভাত ফেরীর আয়োজনও করা হয়। 

বিজ্ঞাপন

এ বছর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে পাকিস্তানে ১৮ ও ১৯ তারিখে সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। তবে এসব আয়োজনে উঠে আসে না বাংলাদেশের মানুষের ত্যাগের কথা। কেবল ১৯৫২ সালে উর্দুর মাধ্যমে বাংলা ভাষাকে দমিয়ে রাখার চেষ্টা এবং একটি ভাষা আন্দোলন সম্পর্কে কিছু ধারণা রয়েছে পাকিস্তানের মানুষের।

এফএস/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |