জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় শুরু হয়েছে সিরিয়া নিয়ে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে আলোচনা। যদিও বিরোধী শিবিরের নানা বিষয়ে জটিলতার জন্য নির্ধারিত সময়ের বেশ পরে শুরু হয় আলোচনা।
সিরিয়ায় শান্তি আলোচনায় চতুর্থবারের এ আয়োজনে এবারো শিশুদের রক্ষায় যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। জাতিসংঘের বিশেষ দূত স্টাফেন ডি মিস্তুরার মধ্যস্থতায় শুরু হওয়া এ আলোচনার ফলাফল নিয়ে এবারো শঙ্কিত বিশেষজ্ঞরা।
তবে শুরুতেই গেলো ছ’বছর চলমান যুদ্ধের অবসানে সিরিয়ার সরকার ও বিরোধীপক্ষকে এক হতে আহ্বান জানান স্টাফেন ডি মিস্তুরা।
সংকট মোকাবেলায় আলোচনা অব্যাহত রাখার কথা জানান জাতিসংঘের এ বিশেষ দূত। গেলো ছ’বছরে দেশটিতে মারা গেছে অন্তত ৫ লাখ মানুষ। আর বস্তুহারা হয়েছে ১২ লাখেরও বেশি।
এফএস/ এমকে