ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সেরাদের ছাড়ালেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ , ০১:৪৪ পিএম


loading/img

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স সেরাদের ছাড়িয়ে গেলেন। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর করা সবচে’কম ম্যাচ খেলে ৯ হাজার রানের রেকর্ড ভাঙলেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডের বোলার লুকি ফার্গুসনের বলে চমৎকার পুলশটে বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ডটি গড়েন সব ফরম্যাটে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। এ পর্যন্ত ১৮ জন ক্রিকেটার ওয়ানডে ইতিহাসে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।

৩৩ বছরের এ ক্রিকেটার মাত্র ২০৫ ইংনিসেই এ মাইলফলকটি ছুঁলেন। অন্যদিকে সৌরভ গাঙ্গুলী ৯ হাজার ক্লাবে প্রবেশ করতে ২১৪টি ইনিংস খেলেছিলেন।

বিজ্ঞাপন

ডি ভিলিয়ার্স ৯ হাজার রান করতে খেলেছেন ৯ হাজার ৫ বল। অন্যদিকে অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেট গ্রেট অ্যাডাম গিলক্রিস্ট খেলেছেন ৯ হাজার ৩২৮ বল।

রেকর্ডটি করার সময় ভিলিয়ার্সের ব্যাটিং গড় ৫৩.৮৯। ১৮ জন ক্রিকেটারের মধ্যে শুধু ভারতের সাবেক অধিনায়ক এম এস ধোনির গড় ছিল ৫০.৯৭। বাকি ১৬ জনের গড় ৪৫ এর নিচে।

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসের পর তিনি ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন। ক্যালিস এ মাইলফলকে পৌঁছাতে খেলেছিলেন ২৪২টি ইনিংস। এছাড়া ২ হাজারের বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড় এ প্রোটিয়ার।

বিজ্ঞাপন

এক নজরে  হাজারের বেশি রানের মালিকরা:

বিজ্ঞাপন

 ব্যাটসম্যান      

 দেশ          

 রান

 শচীন টেন্ডুলকার   

 ভারত           

 ১৮ হাজার ৪২৬ রান

 কুমারা সাঙ্গাকারা

  শ্রীলঙ্কা

 ১৪ হাজার ২৩৪ রান

 রিকি পন্টিং

  অস্ট্রেলিয়া

 ১৩ হাজার ৭০৪ রান

 সনাৎ জয়সুরিয়া

  শ্রীলঙ্কা

 ১৩ হাজার ৪৩০ রান

 মাহেলা জয়বর্ধনে

  শ্রীলঙ্কা

 ১২ হাজার ৬৫০ রান

 ইন জামাম উল হক  

  পাকিস্তান        

 ১১ হাজার ৭৩৯ রান

 জ্যাক ক্যালিস

  দক্ষিণ আফ্রিকা

 ১১ হাজার ৫৭৯ রান

 সৌরভ গাঙ্গুলী

  ভারত

 ১১ হাজার ৩৬৩ রান

 রাহুল দ্রাবিড়

  ভারত            

 ১০ হাজার ৮৮৯ রান

 ব্রায়ান লারা

  ওয়েস্ট ইন্ডিজ

 ১০ হাজার ৪০৫ রান

 তিলকরত্নে দিলশান

  শ্রীলঙ্কা

 ১০ হাজার ২৯০ রান

 মোহাম্মদ ইউসুফ

  পাকিস্তান

 ৯ হাজার  ৭২০ রান

 অ্যাডাম গিলক্রিস্ট

  অস্ট্রেলিয়া

 ৯ হাজার ৬১৯ রান

 মোহাম্মদ আজহার উদ্দিন

  ভারত

 ৯ হাজার ৩৭৮ রান

 অরবিন্দ ডি সিলভা

  শ্রীলঙ্কা

 ৯ হাজার ২৮৪ রান

 এম এস ধোনি

  ভারত

 ৯ হাজার ২৭৫ রান

 ক্রিস গেইল

  ওয়েস্ট ইন্ডিজ

 ৯ হাজার ২২১ রান

 এবি ডি ভিলিয়ার্স

  দক্ষিণ আফ্রিকা

 ৯ হাজার ৮০ রান

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ওয়াই/এফএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |