মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে আটক বাংলাদেশি এমপি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের আটকাদেশ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। গতকাল রোববার দেশটির সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছেন।
কুয়েতের আল রাই পত্রিকা জানিয়েছে, আটক থাকা কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল-জাররাহ আল সাবাহকেও ২১ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
পাপুলকে মদদ দেয়ার অভিযোগ জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আটক করা হয় মেজর জেনারেল শেখ মাজেনকে। এরপর থেকেই মানবপাচার ও অর্থপাচারের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করেছেন কুয়েতের কর্মকর্তারা।
এদিকে রোববার আদালতের শুনানিতে পাপুল ছাড়া কুয়েতের আরও দুই নাগরিককে দুই সপ্তাহের জন্য আটকাদেশ দেয়া হয়েছে। ওই দুই ব্যক্তি হলেন- হাসান আল খাদের ও নাওয়াফ আল সালাহি।
উল্লেখ্য, মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে গত ৭ জুন পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের কর্তৃপক্ষ। পরে তার বিরুদ্ধে কুয়েতি কর্মকর্তাদের ঘুষ দেয়ার অভিযোগও আনা হয়। পরে কুয়েতি কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে দেখতে পায় যে, পাপুল তার কুয়েতি কোম্পানির মাধ্যমে ২০ হাজারের বেশি বাংলাদেশিকে দেশটিতে নিয়ে গেছেন। তিনি তাদের কাছ থেকে দৈনিক ‘সার্ভিস চার্জ’ নিতেন বলেও তদন্তে উঠে এসেছে।
এ