ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

করোনা টিকা যাদের নেওয়া যাবে না

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ , ০৯:২৫ পিএম


loading/img
করোনা টিকা যাদের নেওয়া যাবে না

ভারত সরকার বাংলাদেশে ২০ লাখ করোনা টিকা উপহার হিসেবে দিচ্ছে। আরও সু-সংবাদ হচ্ছে ইতোমধ্যে ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা প্রয়োগে ৪০০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। আর এই পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকা প্রকাশ করেছে ভারত বায়োটেক।

বিজ্ঞাপন

তালিকায় বলা হয়েছে, যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা এমন কোনো ওষুধ খাচ্ছেন, যার প্রভাব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর পড়ছে, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের কোভ্যাকসিন এড়িয়ে চলা উচিত। গর্ভবতী নারী, যারা শিশুদের স্তন্যপান করান তাদেরও এই প্রতিষেধক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, জ্বর হলে, রক্তপাতের সমস্যা থাকলে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার ওষুধ খেলে অথবা অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যা থাকলেও কোভ্যাকসিন নেওয়া নিরাপদ নাও হতে পারে বলে জানিয়েছে ভারত বায়োটেক।  

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |