ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

টিকা নেয়ায় যেসব লক্ষণ দেখা যেতে পারে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১ , ০৯:২৯ পিএম


loading/img
টিকা নেয়ায় যেসব লক্ষণ দেখা যেতে পারে

ভারত সরকার বাংলাদেশে ২০ লাখ করোনা টিকা উপহার হিসেবে দিচ্ছে। ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা প্রয়োগে ভারতে ৪০০ জনের শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকা প্রকাশ করেছে ভারত বায়োটেক।

বিজ্ঞাপন

১. অ্যালার্জি রয়েছে এমন কোনো ব্যক্তি কোভ্যাকসিন নিলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে।
২. শ্বাসকষ্টের পাশাপাশি টিকাগ্রহণকারীর মুখ ও গলা ফুলে যেতে পারে। শরীরে দেখা দিতে পারে ফুসকুড়ি। শরীর দুর্বল হয়ে পড়বে। যখন তখন মাথা ঘুরে পড়ে যেতেও পারে।
৩. সারা শরীরে অসম্ভব যন্ত্রণা, অঙ্গপ্রত্যঙ্গ ফুলে যাওয়া, চুলকুনি, মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাবও কোভ্যাকসিনের প্রতিষেধকের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে পড়ে বলে জানায় ভারতের বায়োটেক।
৪. করোনা প্রতিষেধকের দ্বিতীয় ডোজ গ্রহণের পরে টানা তিন মাস তাই টিকাপ্রাপকদের শরীরে কী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তা পর্যবেক্ষণ করা হবে।

৫. টিকা নেওয়ার পর যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, সে ক্ষেত্রে সরকারি হাসপাতাল এবং সরকার অনুমোদিত হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রে তার চিকিৎসার দায়িত্ব নেবে ওই সংস্থা। প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছে ভারত সরকার।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |