ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ভারতে হিমবাহ ধসে শতাধিক মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৭ ফেব্রুয়ারি ২০২১ , ০৬:১৫ পিএম


loading/img
ভারতে হিমবাহ ধসে শতাধিক মৃত্যুর আশঙ্কা, ভাসছে মানুষ

ভারতের উত্তরাখণ্ডে হিমালয়ের হিমবাহ ধসে বাঁধের ওপর পড়ে লোকালয় প্লাবিত হয়েছে। শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে তিনজন মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

হিমবাহ ধসের পর সৃষ্ট প্লাবনে কাছাকাছি জলবিদ্যুৎ প্রকল্পের শ্রমিক এবং নদীর ধারে জ্বালানি কাঠ খুঁজতে যাওয়া ও গবাদিপশু চরানো অনেকে ভেসে গেছে বলে স্থানীয়দের ধারণা। রোববার ওই ঘটনার পর ধউলিগঙ্গা নদীর পানি বেড়ে যাওয়ায় আশপাশের অনেকগুলো গ্রাম হুমকির মুখে পড়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, উত্তরাখণ্ডে হিমালয়ের হিমবাহ ধসে বাঁধের ওপর পড়ে লোকালয় প্লাবিত হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য দুর্যোগ মোকাবেলা দলের সদস্যদের আকাশপথে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরাখণ্ড রাজ্যের মুখ্য সচির ওম প্রকাশক বলেছেন, সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি; তবে মৃতের সংখ্যা ১০০ থেকে ১৫০ হতে পারে।

বিজ্ঞাপন

রাইনি গ্রামের বাসিন্দা সঞ্জয় সিং রানা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, অনেক মানুষ নিখোঁজ রয়েছে। পানি এত দ্রুত এসেছে কেউ সাবধান হওয়ার সুযোগ পায়নি। আমরাও ভেসে যেতে পারতাম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানিয়েছেন।

ভিডিও দেখতে ক্লিক করুন 

এফএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |