ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

০০৭ নাম্বার প্লেটের জন্য ৩৪ লাখ টাকা খরচ করলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ জুলাই ২০২১ , ১০:১৭ এএম


loading/img
আশিক পটেল

গাড়ির নাম্বার প্লেটে কাঙ্ক্ষিত বা নিজ পছন্দের নাম্বার নিতে সবারই ইচ্ছা থাকে। আর তা যদি হয় ‘০০৭’ তাহলে তো কোনো কথাই নেই। তাই বলে কী ৩৯ লাখ টাকার গাড়িতে শুধু এক নাম্বার প্লেটের জন্য ৩৪ লাখ টাকা খরচ করা যায়! অদ্ভুত মনে হলেও এটাই সত্যি, এটাই হয়েছে। ভারতের গুজরাটের এক যুবক এটাই করেছে।

বিজ্ঞাপন

আশিক পটেল, পরিবহণ কাজের সঙ্গে জড়িত। তার প্রিয় জেমস বন্ড। সম্প্রতি ৩৯ লাখ টাকায় একটি গাড়ি কিনেন। আর তারপরই গাড়ির নাম্বার প্লেট জেমস বন্ডের মতো ০০৭ করার ইচ্ছে জাগে তার।

একটি আরটিও আধিকারিক জানান, ০০৭ নাম্বারের জন্য ডাক শুরু হয়। শুরুতে বিশেষ এই নাম্বার প্লেটের জন্য দাম নির্ধারণ করা হয় ২৫ হাজার টাকা। চাহিদা বেশি থাকায় ক্রমশ দাম বাড়তে থাকে। এক পর্যায় তা ২৫ লাখে পৌঁছায়। তবে শেষ পর্যন্ত ওই যুবক ৩৪ লাখ টাকায় নিয়ে নেন নাম্বার প্লেট। সূত্র : আনন্দবাজার

বিজ্ঞাপন

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |