ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

২৭ সেকেন্ডে সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ মে ২০২১ , ১২:৩৬ পিএম


loading/img
২৭ সেকেন্ডে সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড!

ব্রিটেনের হ্যাম্পশায়ারের এক তরুণী মাত্র ২৭ সেকেন্ডে সন্তান জন্মে দিয়ে রেকর্ড করেছেন। প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর থেকে সন্তান জন্ম দেয়া পর্যন্ত সময় লেগেছে মাত্র ২৭ সেকেন্ড।

বিজ্ঞাপন

তরুণীর নাম সফি বাগ। সে ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। হঠাৎ করে মাঝ রাতে ঘুম ভাঙার পর একটু অস্বস্তি লাগছিলো। তলপেটে হালকা ব্যথা অনুভব করায় শৌচাগারে যাওয়ার প্রয়োজন বোধ করছিলেন ওই তরুণী। তারপর কমোডে বসার পর বুঝতে পারেন তার গর্ভের সন্তান বেরিয়ে আসছে।

বিজ্ঞাপন

সফি বাগ ওই অবস্থাতেই শৌচাগার থেকে বের হয়ে আসেন। ততক্ষণে গর্ভের সন্তানের মাথা বাইরের দিকে বেরিয়ে আসছে। এমন পরিস্থিতিতে তার স্বামী অবাক হন। পরে তাৎক্ষণিক সময়ের মধ্যে সন্তান প্রসব হয় তার। শৌচাগারে প্রবেশ এবং সন্তান জন্ম দেয়ায় মোট সময় লেগেছে মাত্র ২৭ সেকেন্ড। আর এই সন্তানের নাম রাখা হয়েছে মিলি।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |