যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে অভিবাসী শিশুরা তাদের বাবা-মা’র কাছ থেকে বিচ্ছেদ হয়েছেন। আর এসব অভিবাসী শিশুদের সঙ্গে তাদের পরিবারগুলোর পুনর্মিলন করিয়ে দিতে চান মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) হোয়াইট হাউস থেকে একথা জানানো হয়।
হোয়াইট হাউসের নারী মুখপাত্র জেন পিসাকি বলেন, জো বাইডেনের নির্বাচনী প্রচারণা প্রতিশ্রুতি ছিল অভিবাসনের জন্য পরিবার ও শিশুদের পুনরায় একত্রিকরণ। আর একত্রকরণের বিষয়ে মঙ্গলবার তার একটি টাস্ক ফোর্স চালু করার বিষয়ে ঘোষণা দেয়ার পরিকল্পনা রয়েছে। এব্যাপারে তিনি ও তার স্ত্রী ড. বাইডেন ব্যক্তিগতভাবে কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছেন। সূত্র: বার্তা সংস্থা এএফপি
এফএ