ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

আবারো পতিতা হলেন অপর্ণা!

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৬ জুলাই ২০১৭ , ০২:১৫ পিএম


loading/img

ভিন্ন ভিন্ন চরিত্র রূপদান করতে জুড়ি নেই তার। এবার তেমনই এক চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। টিভি পর্দায় একটি নাটকে পতিতা চরিত্রে দেখা যাবে তাকে। নাটকের নাম 'মালতী'। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।   

বিজ্ঞাপন

গল্পে দেখা যাবে, মালতী একজন পতিতা, সৎ মায়ের ঘরে বেড়ে ওঠা তার। সংসারে উপার্জনের কোনো লোক নেই। তাই সুন্দর স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ে নাম লেখান পতিতাদের তালিকায়।

আহসান হাবিব সকাল'র রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। 

বিজ্ঞাপন

এ ব্যাপারে অর্পণা ঘোষ বলেন, মালতীর চরিত্রটি আমার কাছে অসাধারণ লেগেছে। এর আগেও আমি পতিতার চরিত্রে অভিনয় করেছি। যেমন 'মৃত্তিকা মায়া' ছবিতেও আমি পতিতার চরিত্রে অভিনয় করেছি। সেটি ছিল এক ধরনের। কিন্তু এ চরিত্রটির একটি ভিন্ন রূপ আছে। সে নিজের মতো করে বাঁচতে চায়, দাঁড়াতে চায়।  

তিনি বলেন, এটা দীপু ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। তিনি অনেক ভালো নির্মাতা। খুব এনজয় করেছি নাটকটি করে।

দীপু হাজরা বলেন, নাটকটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আর আমি যে ধারার নাটক নির্মাণ করি তার চেয়ে এটি বেশ আলাদা। আশা করি দর্শকদের ভালো লাগবে।

বিজ্ঞাপন

নাটকে অপর্ণা ঘোষ ছাড়াও অভিনয় করেছেন মাজনুন মিজান, শ্যামল মওলা, খালেকুজ্জামান, শিরিন আলম, তপন বাজপেয়ী, দেব মিঠু, মাহবুব অনুভব, সাদ্দাম সানী, রিমা, মম নুর, মাহমুদ বেলাল, লরিন, নিশু।

আসছে ঈদ-উল আজহায় নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এইচএম/সি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |