ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

৪ ব্যাংকে অফিসার পদে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিতদের তালিকা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ , ০৫:৪৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ভুক্ত (বিএসসিএস) ৪টি ব্যাংকে ২০১৯ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’–এর ৩৫৮টি শূন্য পদে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ২০১৯ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’ পদে নিয়োগে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৪টি ব্যাংকে দ্বিতীয় পর্যায়ে নিয়োগের জন্য ৩৫৮ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এ পদের জব আইডি নম্বর ১০১১৭।

নির্বাচিত ৩৫৮ জনের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ২৩৯ জন, জনতা ব্যাংক পিএলসিতে ৪১, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৭৬ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ২ জন নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সম্পাদিত হবে। প্রকাশিত ফলাফলে সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসিএস তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

তালিকা দেখুন এখানে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |