ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

১০৮ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় ইকরামুলকে আত্মসমর্পণের নির্দেশ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ , ১১:২২ পিএম


loading/img
১০৮ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় ইকরামুলকে আত্মসমর্পণের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১০৮ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় আসামি ইকরামুল হককে দুই দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বিজ্ঞাপন

হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৭ মে) এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

বিজ্ঞাপন

২০১৪ সালের ২৬ মার্চ বিমানের টয়লেট থেকে ১০৮ কেজি ওজনের ৯০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্তকালে একই বছরের ১২ জুন স্বর্ণ চোরাচালান দলের সদস্য ইকরামুল হকসহ তিনজনকে ১৩ পিস স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর ২০১৫ সালের জুন মাসে ইকরামুল জামনি পান। পরে ২০২০ সালের ১২ অক্টোবর নিম্ন আদালত তার জামিন বাতিল করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট তাকে জামিন দিলে তিনি কারাগার থেকে মুক্তি পান। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ তার জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আবেদন করে।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |