ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

জামায়াতের ১৮ নেতা-কর্মী রিমান্ডে

শনিবার, ২০ আগস্ট ২০১৬ , ০৪:১৯ পিএম


loading/img

রাজধানীর বাড্ডায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আটক জামায়াতের ১৮ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১৬ জনকে দু’দিন এবং বাকি দু’জনের তিনদিন করে রিমান্ড দেয়া হয়।

বিজ্ঞাপন

শনিবার মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে আটকদের ১০ দিনের রিমান্ড দাবি করে পুলিশ, শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

এর আগে তাদের বিরুদ্ধে ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা করে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে বাড্ডায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রতিষ্ঠানের ভাইস-প্রিন্সিপাল ও বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দিন কেফায়েত উল্লাহসহ ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |