ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ধর্ষণ মামলায় ৪ দিনের রিমান্ডে ইভান

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৭ জুলাই ২০১৭ , ০৪:০৩ পিএম


loading/img

রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাহাউদ্দিন ইভানকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে ঢাকা সিএমএম আদালতের হাকিম মাহারুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে অভিযুক্ত ইভানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন বনানী থানার এসআই সুলতানা কামাল।

পরে বিকেল ৩টার পর শুনানি শেষে আদালতে ৪ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার সকালে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বাহাউদ্দিন ইভান ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ। 

এর আগে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বাবার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার বনানী থানায় ইভানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন এক অভিনেত্রী তরুণী। মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে বাসায় ডেকে নিয়ে ইভান তাকে জোর করে ধর্ষণ করেন। এছাড়া তার সঙ্গে থাকা ব্যাগ রেখে দিয়েছেন ইভান।

বিজ্ঞাপন

ওই ব্যাগে অভিনেত্রী তরুণীর ৩টি জামা, একটি কুর্তা, ২টি ফ্যান্ট, ৩টি মোবাইল ফোন চার্জার, সিমকার্ড ও নগদ ১৫ হাজার টাকা ছিলো বলে উল্লেখ করা হয়। যদিও এখন আইনশৃঙ্খলা বাহিনী সেটি উদ্ধার করতে পারেনি।

বিজ্ঞাপন

এইচটি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |