ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরটিভি নিউজ

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ০১:৩৭ পিএম


loading/img
ফাইল ছবি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।  

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য তদন্ত টিম গঠন করা হয়েছে।  অনুসন্ধানকালে তিনি এসব অস্থাবর সম্পত্তি হস্তান্তর করতে পারেন। তাই ন্যায়বিচারের স্বার্থে তার এসব সম্পত্তি অবরুদ্ধের আদেশ দান একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

এসব ব্যাংক হিসাবে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে বলেও তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন। 

এর আগে, গত ১২ আগস্ট সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ইউসিবির চেয়ারম্যান রুকমিলা জামানের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সে সময় ব্যাংকগুলোকে এ নির্দেশনা পাঠিয়ে এ দম্পতির পাশাপাশি তাদের সন্তান এবং তাদের ব্যক্তি মালিকানাধীন কোম্পানির লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করতে বলা হয়।

আরটিভি/এমএ/এআর

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |