লেবার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ০৬:৫৯ পিএম


লেবার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
ফাইল ছবি

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে এক মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (২৯ মে) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এ রায় দেয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায়চৌধুরী, এ এম মাহবুব উদ্দিন খোকন ও এস এম বজলুর রশিদ। 

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনকে নিবন্ধন দেওয়ার নির্দেশনা চেয়ে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর রুল জারি করে হাইকোর্ট। ওই রুলের ওপর শুনানির ৩৬তম দিন শেষে আজ (বৃহস্পতিবার) রায় দেওয়া হলো।

রায়ের প্রতিক্রিয়া জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসর আউয়াল কমিশন বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। সকল শর্ত প্রতিপালন করা হলেও কমিশন বিমাতাসুলভ আচরণ করেছে। আমরা নির্বাচন কমিশনের নানা প্রতিকূলতা অতিক্রম করে আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। 

তিনি বলেন, লেবার পার্টি সুস্থধারার জনকল্যাণমুখী রাজনীতি ও রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন উদ্যমে কাজ করবে। গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসন কায়েমের জন্য তৃণমূল পর্যায়ে লেবার পার্টিকে ইতিবাচকভাবে পৌঁছাতে সচেষ্ট থাকবো।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission