সিরাজগঞ্জে যুবলীগ নেতা গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (২৩ জুন) সিরাজগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তারেকুল ইসলাম তারেক সদর উপজেলার রানিগ্রামের গ্রামের আব্দুস সামাদের ছেলে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন—সেলিম রেজা, বাদল সেখ, নজরুল ইসলাম ও সাইদুল ইসলাম খান।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৩ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল হক দুলাল বলেন, ২০১৮ সালের ৩রা অক্টোবর ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ পৌর এলাকার রানিগ্রামে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলাম মোস্তফাকে কুপিয়ে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার পরদিন সিরাজগঞ্জ সদর থানায় নিহতের স্ত্রী শিখা থাতুন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার আদালত এই সাজা প্রদান করেন।
আরটিভি/এমকে -টি