ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

যাত্রাবাড়ীতে জোড়া খুনের মামলায় দু’জনের মৃত্যুদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬ , ০৩:৩৮ পিএম


loading/img

ঢাকার যাত্রাবাড়ীতে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় দু’জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

বিজ্ঞাপন

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন সাঈদ হাওলাদার ও রিয়াজ নাগরালী।

ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার সোমবার এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মাহফুজুর রহমান লিখন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আবদুস সবুর ও জাকির হোসেন।

গেলো বছরের ২৪ মার্চ রাতে যাত্রাবাড়ীর কলাপট্টিতে বাসা থেকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুসের স্ত্রী রওশন আরা বেগম (৬৩) এবং গৃহকর্মী কল্পনার (১২) গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরেরদিন রওশন আরার ভাই মোয়াজ্জেম হোসেন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

বাদীপক্ষে মোট ১১ জনের সাক্ষ্য শোনার পর বিচারক এ দুই আসামিকে দোষী সাব‌্যস্ত করে সাজা ঘোষণা করলেন।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |