ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

শুক্রবার, ১৯ মে ২০১৭ , ০৮:২৬ এএম


loading/img

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি ওই ব্যক্তি তালিকাভুক্ত ডাকাত দলের সদস্য।

বিজ্ঞাপন

শুক্রবার ভোররাতে (বৃহস্পতিবার দিবাগত) লক্ষ্মীপুরের দত্তপাড়া ও নোয়াখালীর চাটখীল সীমান্তবর্তী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি এলজি, ৫ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ বলছে, বন্দুকযুদ্ধে নিহত রাসেল নোয়াখালী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে।

রাসেল নোয়াখালীর চাটখিল থানার চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে রাসেল ও তার এক সহযোগীকে একটি বন্দুকসহ আটক করা হয়। পরে শুক্রবার ভোররাতে রাসেলের স্বীকারোক্তি মতে অস্ত্র উদ্ধার গেলে লক্ষ্মীপুরের দত্তপাড়া ও নোয়াখালীর চাটখীল সীমান্তবর্তী এলাকায় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুঁড়লে রাসেল গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

একইসময় ৩ পুলিশ সদস্যও আহত হন। পরে তার সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি এলজি, ৫রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাসেলকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |