ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

যেসব কাপে চা পানে পেটে যায় ৭৫ হাজার মাইক্রোন প্লাস্টিকের কণা

লাইফস্টাইল, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ , ০৮:০২ পিএম


loading/img
চা কাপ

চা শব্দটি চীনের হলেও তা পান করা শিখিয়েছেন ব্রিটিশরা। এমন কথা সকলের মাঝে আলোচিত। কিন্তু সেই চা যদি কাগজ কিংবা প্লাস্টিকের কাপে পান করেন তাহলে কয়েক ধরনের ক্ষতির মুখে পড়বেন।

বিজ্ঞাপন

আইআইটি খড়গপুরে এক গবেষণায় জানা গেছে, একদিনে তিনবার প্লাস্টিক বা কাগজের কাপে চান খান তাহলে মানব দেহের ৭৫ হাজার মাইক্রোন প্লাস্টিকের কণা প্রবেশ করে। 

গবেষণায় জানা গিয়েছে, প্লাস্টিক ও কাগজের কাপ বানাতে হাইড্রোফোবিক ফিল্ম ব্যবহার হয়। এই ধরনের কাপে চা পান স্বাস্থ্যের পক্ষে প্রবল ক্ষতিকারক।  

বিজ্ঞাপন

সহকারী অধ্যাপিকা সুধা গোয়েল জানিয়েছেন, প্লাস্টিক ও কাগজের কাপে গরম চা পড়ার পর সেই হাইড্রোফোবিক ফিল্ম গলতে শুরু করে। এর পরই প্লাস্টিকের কণা চায়ে মিশতে শুরু করে। চা পান করলে সঙ্গে সঙ্গে কণাগুলো মানব দেহে প্রবেশ করে।

তিনি আরও বলেন, প্লাস্টিক ও কাগজের কাপে ১০ মিনিট গরম চা থাকলেই প্লাস্টিকের কণা মিশতে শুরু করে। গরম জল বা চা, কোনওটাই তাই কাগজের কাপে চা পান করা উচিত নয়।

এনডিটিভি
এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |