ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

চুলের আগা ফাটা রোধে জাদুকরি উপায়

আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ , ০২:৪২ পিএম


loading/img

শীতের সময় ত্বক থেকে চুল সব কিছুই কেমন যেন প্রাণহীন হয়ে যায়। এ সময় বাতাসে আর্দ্রতা কমতে শুরু করায় তার প্রভাব পড়ে আমাদের ত্বক ও চুলে। যারফলে ত্বক রুক্ষ হয়ে যাওয়ার পাশাপাশি চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা দেখা যায়। শীতের সময়ে চুলের আগা ফাটা প্রতিরোধে ঘরোয়া কিছু উপায় বেছে নিতে পারেন।

বিজ্ঞাপন

দেখে নিন পদ্ধতিগুলো- 

আমন্ড অয়েল ব্যবহার : চুলে পর্যাপ্ত আর্দ্রতা বজায় থাকলে আগা ফাটার সমস্যা থাকে না। আমন্ড অয়েল চুলের আর্দ্রতা বজায় রেখে চুলকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। পরিমাণমতো আমন্ড তেল নিয়ে মাথার তালু ও চুলে ভালো করে মেখে নিন। এবার দুই ঘণ্টার মতো রেখে দিয়ে শ্যাম্পু করে নেবেন। সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করতে পারবেন। এতে করে চুল হবে প্রাণবন্ত।

বিজ্ঞাপন

টক দইয়ের ব্যবহার : টক দই চুলের যত্নে খুব কার্যকরী ভূমিকা পালন করে। এটি ব্যবহারে চুলের আর্দ্রতা ধরে রাখতে সহজ হয় এবং চুলে পুষ্টি পৌঁছায় সহজেই। পাত্রে ৪ চামচ টক দই, ১ চামচ অলিভ অয়েল ও ১ চামচ মধু মিশিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন। এবার সেই মিশ্রণ মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগিয়ে একঘণ্টার রেখে দিন। এরপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার এ মিশ্রণ ব্যবহার করলে চুল হবে কোমল এবং প্রাণোচ্ছল।

নারিকেল তেল ব্যবহার : চুলের আগা ফাটা সমস্যা দূর করতে নারিকেল তেল বেশ কার্যকরী। এটি চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে। নারিকেল তেল ব্যবহারের আগে সামান্য গরম করে নিন। এরপর তা মাথার ত্বক ও চুলে ভালো করে লাগিয়ে নিন। এবার ঘণ্টা দুয়েক অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন চুলে এভাবে নারিকেল তেল ব্যবহার করলেই চুলের আগা ফাটা প্রতিরোধ হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |