ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

ভিন্ন স্বাদে দুধের সরে ভাপা পিঠা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ , ০২:২৬ পিএম


loading/img

শীত আসি আসি করে অবশেষে চলেই আসলো দরজায়। শীত মানেই রকমারি পিঠা খাওয়ার এক মহা উৎসব। সবার ঘরে ঘরে নানা ধরনের নানা স্বাদের পিঠা বানানোর ধুম পরে যায় এ সময়টাতে। শীতের খেজুরের গুড় আর নারকেল মেশানো নকশা করা বাহারি পিঠার স্বাদটাই যেনো সারা বছর মুখে লেগে থাকে। সাধারণত শীতের এ সময়টাতে তেলের পিঠা, ভাবা পিঠা, চিতল পিঠা তৈরি করতে দেখা যায়। কিন্তু কমবেশি অনেককেই নারকেল গুড়ের মিশ্রণে ভাবা পিঠা তৈরি করতে বেশি দেখা যায়। তবে এবার ভাপা পিঠার স্বাদ আরও বাড়াতে এতে মিশিয়ে নিন ক্ষীরসা ও দুধের সর। রেসিপি-

বিজ্ঞাপন

যা যা লাগবে :

চালের শুকনো গুঁড়া ২ কাপ
নারকেল কোড়ানো আধা কাপ
গরুর দুধ ২/৩ কাপ ও আধা লিটার
লবণ আধা চা চামচসবুজ এলাচ ৩টি

বিজ্ঞাপন

কাজুবাদাম কুচি পরিমাণমতো ও

দুধের সর ১ কাপ
কিসমিস পরিমাণমতো
খেজুরের গুড় পরিমাণমতো

বিজ্ঞাপন

যেভাবে তৈরি করবেন :

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একটি পাত্রে গরুর দুধ জ্বাল দিয়ে ঘন করে ২/৩ কাপ পরিমাণ করে নিন। এবার একটি পাত্রে চালের গুঁড়া নিয়ে তার মধ্যে লবণ মিশিয়ে নিন। এরপর ঘন করে জ্বাল দিয়ে নেওয়া গরুর দুধ মিশিয়ে নিন চালের গুঁড়ার সঙ্গে। এবার মিশ্রণটি ঢেকে রাখুন ৪ থেকে ৫ ঘণ্টা। 

এবার একটি পাত্র চুলায় বসিয়ে তাতে ৩টি এলাচ দিয়ে আধা কাপ দুধ গরম করে নিন। দুধ অনবরত নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত অর্ধেক হয়ে যাচ্ছে। চুলার আঁচ মাঝারি রাখুন। এরপর এক টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণ ঢেলে দিন ঘন দুধের মধ্যে। আবারও ভালো করে নাড়তে থাকুন। একেবারে ঘন হলেই তৈরি হয়ে যাবে ক্ষীরসা।

এবার একটি স্টিলের ছাঁকনির সাহায্যে চালের গুঁড়ার মিশ্রণ ৪ থেকে ৫ ঘণ্টা পর ছেঁকে নিন। হাত দিয়ে ধীরে ধীরে ছেঁকে নিতে হবে গুঁড়া। এর মধ্যে এবার মিশিয়ে নিতে হবে ব্লেন্ড করে নেওয়া দুধের সর। ভাপা পিঠার ছাঁচে কিংবা ছোট বাটিতে কিছুটা চালের গুঁড়া নিয়ে নিন। এবার তার উপরে সামান্য ক্ষীরসা দিয়ে সামান্য চালের গুড়া দিয়ে ঢেকে দিন। তার উপরে খেজুরের গুড় ও নারকেল দিয়ে আবারও চালের গুঁড়া ছড়িয়ে দিন।

এবার দুধের সর মিশিয়ে সবশেষে চালের গুঁড়া দিয়ে ঢেকে তার উপরে কিসমিস ও বাদাম কুচি ছড়িয়ে দিন। এবার একটি পাতলা সুতি বা নেটের কাপড়ে পিঠার ছাঁচ মুড়িয়ে নিন।

অন্যদিকে একটি হাঁড়িতে পানি ভরে ঢেকে চুলায় বসিয়ে দিন। অন্য একটি ঢাকনার মাথার অংশ খুলে ফেলুন, যাতে গরম পানির ভাপ বের হতে পারে। পানি ফুটে উঠলে হাঁড়ির ওপরে খোলা ঢাকনাটি বসিয়ে দিন। এবার তার ওপরে কাপড়ে মোড়ানো পিঠা বসিয়ে ছাঁচ তুলে নিন। কিছুক্ষণ পর পিঠার রং পাল্টে গেলেই তুলে ফেলতে হবে। এভাবেই একেকটি পিঠা তৈরি করে নিতে হবে।
 
তৈরি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন ক্ষীরসা ও দুধের সরে তৈরি ভিন্ন স্বাদের ভাপা পিঠা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |