ঢাকাবৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

এসি কেনার আগে জেনে নিন কিছু বিষয়

আরটিভি নিউজ

রোববার, ১৬ এপ্রিল ২০২৩ , ০৫:২৫ পিএম


loading/img

প্রতিদিনই গরমের তীব্রতা বাড়ছে। এমন অবস্থায় স্বস্তি পেতে সামর্থবানরা তো বটেই মধ্যবিত্তরাও ছুটছেন এয়ার কন্ডিশনার বা এসি কিনতে। এসি কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার। এই কথাগুলো মাথায় রাখলে বিদ্যুতের খরচও হবে কম। আর তার সঙ্গে এসি টিকবেও বেশি দিন।

বিজ্ঞাপন

জেনে নিন এই বিষয়গুলো-

ঘরের আকার কেমন: নতুন এসি কেনার সময় অবশ্যই ঘরের আকার বিবেচনা করুন। আপনার ঘরের আকার ১০০ থেকে ১২০ বর্গ ফুট হলে ১ টন এসি কিনতে পারেন। আপনার ঘর এর চেয়ে বড় হলে, এই অবস্থায় দেড় থেকে ২ টন এসি আপনার ঘরের জন্য ভালো হবে। নাহলে এসির ওপর চাপ পড়বে।

বিজ্ঞাপন

উইন্ডো নাকি স্প্লিট এসি: উইন্ডো এসির তুলনায় স্প্লিট এসি-তে অনেক দুর্দান্ত বৈশিষ্ট্য থাকে। তবে স্প্লিট এসির দামও বেশি। স্প্লিট এসি যেকোনো ঘরে সহজেই লাগানো যায়। অন্যদিকে ঘরে উইন্ডো এসি বসাতে হলে জানালা থাকা দরকার। স্প্লিট এসিতে, আপনি অনবোর্ড স্লিপিং, টার্বো কুলিংসহ অনেক দুর্দান্ত বৈশিষ্ট্য পান। এর কোনটি আপনার জন্য বেশি দরকার, তা প্রথমেই ভেবে নিন। 

স্টার রেটিংয়ের কথা মাথায় রাখুন: নতুন এসি কেনার সময় আপনাকে অবশ্যই BEE রেটিং দেখতে হবে। ৫ স্টার রেটিংসহ এসি কিনতে পারলে সবচেয়ে ভালো। আপনাকে এর জন্য বেশি দাম দিতে হতে পারে। কিন্তু এই এসিগুলো বিদ্যুতের সাশ্রয় করে বেশি মাত্রায়। তাতে ভবিষ্যতে অর্থ খরচও কমবে। 

বিজ্ঞাপন

এয়ার ফিল্টারসহ এসি নেওয়া ভালো: এসি কেনার সময়ে দেখে নিন এতে এয়ার ফিল্টার আছে কি না। এই জাতীয় ফিল্টার থাকলে তা বেশি ভালো। অনেক এসিতে গন্ধের ফিল্টার এবং অ্যান্টি ব্যাকটিরিয়াল ফিল্টারও থাকে। দাম বেশি হলেও এই সব ফিল্টারসহ এসি কিনলে বাড়তি সুবিধা পাবেন। 

বিজ্ঞাপন

কনডেন্সার ও কম্প্রেসার দেখে কিনুন: পিওর কপারের তৈরি, কম ব্যাসের (৪-৭ মিলিমিটার), টিউবের ভেতর ফিন আছে এমন কনডেন্সার দেখে এসি কিনুন। সাধারণত অ্যালুমিনিয়ামের চেয়ে কপারের তৈরি কনডেন্সার ভালো। মোটা ব্যাসের সাধারণ টিউবের থেকে কম ব্যাসের ফিনযুক্ত কনডেন্সারের দক্ষতা বেশি। বলা হয়ে থাকে, কনডেন্সারের টিউবের সংখ্যা যত বেশি তত ভালো। কম্প্রেসারের গ্যরান্টি দেখে কিনুন। কারণ, এটিই বেশি নষ্ট হয়। 

বিজ্ঞাপন

এসির ফ্যান ও চালানোর সময় শব্দ দেখে নিন: এসির ফ্যান বাতাসকে রুমের চারিদিকে ছড়িয়ে দেয়। কাজেই একাধিক ফ্যান আছে এমন এসি নির্বাচন করুন। এসি কেনার সময় ভালোভাবে খেয়াল করে নিন, এসিতে কোনো শব্দ হচ্ছে কি-না।

অন্যান্য: এসিতে এয়ার পিউরিফায়ার আছে কি-না দেখুন। এটা রুমে ধুলাবালিযুক্ত বাতাস ঢুকতে দেবে না। এসির অপারেটিং সিস্টেম কেমন দেখে নিন। অবশ্যই এসি কেনার আগে কোম্পানির সার্ভিস কতটা ভালো সেই বিষয়ে ভালো করে খোঁজখবর করে নেবেন। কারণ, আফটার সেলস সার্ভিস যেকোনো হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |